কবিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ ২১৪৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হাবিব হোসেন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিব হোসেন জেলার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে হাবিব ছিল ছোট।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকালে নেয়াজপুর নিজ বাড়ী থেকে মা ফেন্সি আক্তারের সাথে নানার বাড়ী করমবক্স বাজার সংলগ্ন লেমুয়া গ্রামে ভেড়াতে আসে হাবিব। বৃহস্পতিবার সকালে তার মা’সহ নানার পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকার কোন এক ফাঁকে ঘরের পাশের পুকুরে পড়ে ডুবে যায় হাবিব। দীর্ঘক্ষণ তাকে ঘরে দেখতে না পেয়ে খোজাখুঁজি করে পরিবারের লোকজন। এর একপর্যায়ে ঘরের পাশের পুকুরে মধ্যে ভাসমান অবস্থায় হাবিবের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে তারা।
নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন মামুন পানিতে ডুবে শিশু হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।