সংবাদ শিরোনাম ::
সোনাইমুড়ীতে ইয়াবা সহ গৃহবধূ আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ ১৪৬৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১শত ১৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃত জেসমিন আক্তার (৩২) উপজেলার রাজিবপুর গ্রামের ডাক্তার ইকবাল বাহার চৌধুরী বাড়ির আনোয়ারুল আজিজ শাকিলের স্ত্রী।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে উপজেলার রাজিবপুর গ্রামের ডাক্তার ইকবাল বাহার চৌধুরীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারী মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১শত ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের করে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।