নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ১১:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১ ২৮২৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ ইং সালে ঢাকায় তৎকালিন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ৭ ই মার্চে মুজিবের বজ্রকন্ঠে ভাষণ ছিল – অন্ধকারাচ্ছন্ন জাতির আলোর পথ। স্বাস্হ্য বিধি মেনে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে – নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রবিবার ৭মার্চ সকাল ১১ঘটিকায় স্কুলের হল রুমে, সহকারী শিক্ষক মিজানুর রহমানেরর সঞালনায় ও সহকারী শিক্ষক রকি বড়ুয়ার সার্বিক সহযোগিতায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য রাখেন – নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাদিকার কর্মী ইমাম উদ্দিন আজাদ।
এ সময় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য বাবুল মিয়া, সাবেক সদস্য মুকসুদ আলম বাবুল, সিনিয়র শিক্ষক মো :
হানিফ, ব্রজেস্বর গোস্বামী, ইব্রাহিম খলিল, শিপ্রা আচার্য প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাতীর জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের সারগর্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের কে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে, বড় হয়ে দেশ গঠনে অবদান রাখতে উৎসাহিত করেন।
অনুষ্ঠান শেষে, নৃত্য পরিবেশন, বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তব্য, অনলাইনে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।