কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১ ১৯৯৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চর মন্ডলিয়া এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুকুল রাণী (২২) সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মৃত কান্তি লাল দাসের মেয়ে।
বুধবার (১০ মার্চ) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, পুলিশ খবর পেয়ে স্বামীর ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল রাণীকে প্রচন্দ করে বিয়ে করেন স্বামী লিটন। সে পেশায় একজন নরসিন্দুর। মঙ্গলবার বিকেলে স্থানীয় চর মন্ডলিয়া বাজার নিজের দোকান থেকে রাত ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্বামী রুবেল চন্দ্র দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে কবিরহাট উপজেলার অমরপুর গ্রামের রাম চন্দ্র দাসের ছেলে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।