ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

মৎস্য খামারীকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১ ৩৪৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি :

 

নোয়াখালী পৌরসভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রুমন (২৮) নামের এক মৎস্য খামারীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বাঁধা দিতে গেলে মো. রাজিব (৩২) নামের আরো এক যুবক আহত হয়।

বুধবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী পৌরসভার পশ্চিম শাহাপুর গ্রামের কাঠের পুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মো. রুমন পশ্চিম শাহাপুর গ্রামের নুর আলমের ছেলে এবং মো. রাজিব উপজেলার আইউবপুর গ্রামের গোলাম মাওলা বাবুলের ছেলে।

আহত রুমনের ভাই মো. জহিরুল ইসলাম সুমন জানান, পশ্চিম শাহাপুর গ্রামে তার ভাই রুমন ও তাদের প্রতিবেশী মাহফুজুর রহমান স্বপনের পাশাপাশি দুটি মৎস্য খামার রয়েছে। বুধবার সকালে স্বপন তার মৎস্য খামারে পাশের খাল থেকে পানির মেশিন বসিয়ে রাস্তার ওপর দিয়ে ডেলিভারি পাইপের মাধ্যমে পানি নিচ্ছিলো। এসময় মো.রুমন তার মামাতো ভাই মো. রাজিবকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ওই ডেলিভারি পাইপের ওপর দিয়ে তাদের মৎস্য খামারে যায়। এতে মাহফুজুর রহমান স্বপনের ডেলিভারি পাইপের পানি চলাচল বেঘাত ঘটেছে বলে সে রুমনের ওপর ক্ষিপ্ত হয়ে তর্কে লিপ্ত হয়। এঘটনার প্রতিবাদ করে রুমন তার মামাতো ভাই রাজিবকে নিয়ে তার মৎস্য খামারে চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে রুমন ও তার মামাতো ভাই পুনরায় মৎস্য খামার থেকে ফেরত আসার সময় মাহফুজুর রহমান স্বপন তার ভাই মো. রুমন ও চাচাত ভাই মো. মঞ্জুসহ সঙ্গবদ্ধ সহযোগিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রুমনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে হামলাকারীরা রুমনের মামাতো ভাই রাজিবকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে গুরত্বর আহত রুমন ও রাজিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, আহত রুমনের ভাই এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মৎস্য খামারীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১

নোয়াখালী প্রতিনিধি :

 

নোয়াখালী পৌরসভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রুমন (২৮) নামের এক মৎস্য খামারীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বাঁধা দিতে গেলে মো. রাজিব (৩২) নামের আরো এক যুবক আহত হয়।

বুধবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী পৌরসভার পশ্চিম শাহাপুর গ্রামের কাঠের পুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মো. রুমন পশ্চিম শাহাপুর গ্রামের নুর আলমের ছেলে এবং মো. রাজিব উপজেলার আইউবপুর গ্রামের গোলাম মাওলা বাবুলের ছেলে।

আহত রুমনের ভাই মো. জহিরুল ইসলাম সুমন জানান, পশ্চিম শাহাপুর গ্রামে তার ভাই রুমন ও তাদের প্রতিবেশী মাহফুজুর রহমান স্বপনের পাশাপাশি দুটি মৎস্য খামার রয়েছে। বুধবার সকালে স্বপন তার মৎস্য খামারে পাশের খাল থেকে পানির মেশিন বসিয়ে রাস্তার ওপর দিয়ে ডেলিভারি পাইপের মাধ্যমে পানি নিচ্ছিলো। এসময় মো.রুমন তার মামাতো ভাই মো. রাজিবকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ওই ডেলিভারি পাইপের ওপর দিয়ে তাদের মৎস্য খামারে যায়। এতে মাহফুজুর রহমান স্বপনের ডেলিভারি পাইপের পানি চলাচল বেঘাত ঘটেছে বলে সে রুমনের ওপর ক্ষিপ্ত হয়ে তর্কে লিপ্ত হয়। এঘটনার প্রতিবাদ করে রুমন তার মামাতো ভাই রাজিবকে নিয়ে তার মৎস্য খামারে চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে রুমন ও তার মামাতো ভাই পুনরায় মৎস্য খামার থেকে ফেরত আসার সময় মাহফুজুর রহমান স্বপন তার ভাই মো. রুমন ও চাচাত ভাই মো. মঞ্জুসহ সঙ্গবদ্ধ সহযোগিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রুমনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে হামলাকারীরা রুমনের মামাতো ভাই রাজিবকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে গুরত্বর আহত রুমন ও রাজিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, আহত রুমনের ভাই এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।