সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে ১৭ জনের অর্থদণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১ ২৩৪০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা প্রতিরোধে মাস্ক পরিধানে সচেতন করতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১ হাজার টাকা ও মাস্ক ব্যবহার না করায় ১৬ ব্যাক্তিকে ৮হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
রোববার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।
সুপ্রভাত চাকমা জানান, মাস্ক পরিধান করার বিষয়ে উদ্বুদ্ধ করতে চলা এ অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা মোকাবিলায় এ অভিযান অব্যাহত থাকবে।