এবার ভাইরাল কোম্পানীগঞ্জ থানা হাজতের ছবি
- আপডেট সময় : ০৭:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ২০৮৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার হাজতে আসামিদের ছবি ফেইসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে তোলা কোম্পানীগঞ্জ থানা হাজতে মির্জা অনুসারীরা আটক আছে এমন দুটি ছবি ভাইরাল হয়।
ভাইরাল হওয়া দুটি ছবি নিয়ে উপজেলা আ.লীগ কমিটির অনুসারী ও কাদের মির্জার অনুসারীর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা তর্কবিতর্ক।
ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানা হাজতের লোহার একেবারে কাছে দাঁড়িয়ে গ্রেপ্তারকৃত তার ৪ অনুসারীদের সাথে কথা বলছে।
অপর ছবিতে দেখা যায়, মির্জা কাদেরের অনুসারী উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিকন হাজতের ভিতরে বসে আছে। হাজতের লোহার রডসহ প্রায় পুরো হাজতের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। তবে কে বা কাহারা আইন অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব ছবি ধারণ করেছে এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে কিছুই জানাতে পারেনি।
এ বিষয়ে নোয়াখালী অতিরিক্তি পুলিশ সুপার শামীম আহমেদ জানান, আমরা নিচ তলায় বসি। হাজত খানা হচ্ছে দ্বিতীয় তলায়। তাদের কেউ হয়তো এ ছবি তুলেছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীকে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মির্জা কাদেরের ৭ অনুসারীকে আটক করে। পরে কাদের মির্জা মঙ্গলবার সকালে থানা হাজতে অনুসারীদের দেখতে যায়। লাইভে এসে মির্জা পুলিশের বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার অভিযোগ তুলে।