সংবাদ শিরোনাম ::
৬ মামলার আসামি স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ২০৮৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে।
আটককৃত, মাইন উদ্দিন রাজু (২৭), উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের বৌদ্দনিগো বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। সে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের উপ-প্রচার সম্পাদক এবং কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ তাকে বসুরহাট পৌরসভা ভবন সংলগ্ন এলাকা থেকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজুকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, বিস্ফোরক, দাঙ্গাহাঙ্গামাসহ ৬টি মামলা রয়েছে। পরবর্তীতে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।