ফেইসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস, নোয়াখালীতে হেফাজত নেতা আটক
- আপডেট সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ৬১৩২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ফেইসবুকে সরকার বিরোধী উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে হেফাজত ইসলামের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত, মাওলানা ইমরান নোমানী (৩৩), নোয়াখালী জেলা হেফাজতের আহবায়ক কমিটির সদস্য এবং উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের মাওলানা নোমানুর রশীদ আশ্রাফীর ছেলে।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
নোয়াখালী (ডিবি) পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার উত্তর শোলকিয়া করমুল্লাহ বাজার সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে অভিযুক্ত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।