সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ৫৩৭৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন খাল থেকে অজ্ঞাত এক পুরুষের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার দুপুর দেড়টার দিকে চরবগুলা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, দুপুরে চরবগুলা খালের মধ্যে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে বিষয়টি স্থানীয় নৌ-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
নলচিরা নৌ-পুলিশের পরিদর্শক আকরাম উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে মেঘনা নদীর জোয়ারে লাশটি চরবগুলা খালে এসে আটকা পড়ে।