সেনবাগে সিএনজি চালকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ১০:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ৫৮৩৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন থেকে পলাশ আহমেদ (৩২) নামের এক সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে পল্লীমঙ্গল গ্রামের টিনের বাড়ী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত পলাশ আহমেদ ওই বাড়ীর নওয়াব আলীর ছেলে। দুই ছেলের জনক তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে নিজের স্ত্রীর সাথে বিরোধ চলে আসছিল পলাশের। এদিকে বিভিন্ন ব্যক্তি থেকে দার নেওয়া টাকার পরিশোধ করতে না পারায় হতাশার মধ্যে ছিলেন তিনি। রোববার পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে পুনঃরায় ঝগড়া হয়। সন্ধ্যার কোন একসময় লোকজনের অজান্তে নিজের কক্ষের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পলাশ।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।