আবারও গণধর্ষণের শিকার সোনাইমুড়ীর এক কিশোরী
- আপডেট সময় : ০৫:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ৩৪৬৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে এক কিশোরীকে (১৪) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে উক্ত ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।
শুক্রবার সকালে ওই কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ীর পাশের একটি দোকানে মোবাইলের রিচার্জকার্ড আনতে যায় কিশোরী (১৪)। কার্ড নিয়ে বাড়ীতে ফেরার পথে স্থানীয় আবদুর রব (২৩) ও রিপন (২৮) তার গতিরোধ করে মুখে গামছা পেঁছিয়ে পাশ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে যায়। ওই স্থানে সালা উদ্দিন (২৯) নামের এক যুবকের সহযোগিতায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে আবদুর রব ও রিপন। ধর্ষকরা পালিয়ে যাওয়া পর বাড়ীতে এসে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায় ওই কিশোরী।
সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।