সোনাইমুড়ীতে কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১ ৪৪৩৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
সোনাইমুড়ী উপজেলার বজরায় কিশোরীকে (১৪) গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী আব্দুর রবকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় লাকসাম উপজেলার রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুর রব সোনাইমুড়ীর বজরা এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, ঘটনার পর আব্দুর রব লাকসামে তার বোনের বাড়িতে গিয়ে আত্মগোপন করেছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামী রব।
সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীর মেডিকেল সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে মোবাইলের রিচার্জকার্ড নিয়ে বাড়ীতে ফেরার পথে আবদুর রব (২৩) ও রিপন (২৮) ওই কিশোরীর গতিরোধ করে মুখে গামছা পেঁছিয়ে পাশ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে যায়। ওই স্থানে সালা উদ্দিন (২৯) নামের এক যুবকের সহযোগিতায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে আবদুর রব ও রিপন।