গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
- আপডেট সময় : ০৯:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ২৩১৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
জান্নাত (২১), নামে নোয়াখালীর সেনবাগে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। বুধবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খেজুরিয়া গ্রামের কালু মিয়ার নতুন বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
এর আগে, বুধবার ভোর রাতে ওই গৃহবধূ কেশারপাড় ইউনিয়নের খেজুরিয়া গ্রামের তার স্বামীর বসত ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত গৃহবধূ একই বাড়ির রাজ মিস্ত্রী আমির হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। তবে নিহতের স্বজনদের দাবি তাদের কাছে মৃত্যুটি রহস্যজনক। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুসারে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।