সংবাদ শিরোনাম ::
করোনায় কবিরহাটে ইউপি সচিবের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ৪২০০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে নোয়াখালী কবিরহাট উপজেলার এক ইউপি সচিব সৈদয় আহম্মদের (৬৬), মৃত্যু হয়েছে।
তিনি সদর উপজেলার কালাদরপ ইউনিয়নের চুরনবী গ্রামের হাবীব উল্যাহ খলিফার বাড়ির মৃত হাবীব উল্যার ছেলে এবং কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৫ মে) সকাল পৌনে ১০টায় তিনি ঢাকার কে. আর মেডিকেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের মেঝো ছেলে মো.দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, গত (২ মে) নোয়াখালী জেনারেল হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয় এবং (৪ মে ) তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।