করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আকলিমা
- আপডেট সময় : ১২:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ৩৬৪৬ বার পড়া হয়েছে
প্রতিবেদক, নোয়াখালী:
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মিডওয়াইফ) নার্স আকলিমা আক্তার (৩০)।
বৃহস্পতিবার (১০ জুন) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.খন্দকার মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার মুগদা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা ফোকাল পার্সন ডা. তামজিদ বলেন, আকলিমা ৩৫ সপ্তাহের গর্ভবতী ছিল। গত (১জুন) তার করোনা পরীক্ষা দিলে (২ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে একই দিন ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউ সংকট থাকায় গত (৫জুন) তাকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সেখানে সিজারের মাধ্যমে সে এক নবজাতক শিশুর জন্ম দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৪টায় আইসিউতে মৃত্যু বরণ করেন তিনি। মৃত আকলিমা আক্তার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মিডওয়াইফ) নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাইফুলের স্ত্রী।