ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জে ২ প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, উদ্ধার আগ্নেয়াস্ত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ৩৯৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

 

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর পর পরই ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

 

শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে ইউনিয়নের চৌধুরী বাজারে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী (আনারস) ও নজরুল ইসলাম শাহীন চৌধুরীর (মোটর সাইকেল) সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাঈদ মিয়া, মোমেন মিয়া, মাহফুজুর রহমান ও ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. তানভীরের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। অভিযানের টের পেয়ে উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে ৭নম্বর ওয়ার্ডের (সোনাগাজী সড়ক সংলগ্ন) মাঈন উদ্দিনের দোকানের পেছনে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা ব্যাগে রক্ষিত কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করা হয়।

 

ওসি আরও বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার করার লক্ষে কোনো পক্ষের হয়ে সোনাগাজী থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা মুছাপুরে এসেছে। পুলিশের অভিযানের টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেছে সন্ত্রাসীরা। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং-১৭০৭। এ বিষয় তদন্ত অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপে অনুষ্ঠিত হবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলার ৭নং মুছাপুরসহ আট ইউনিয়নের নির্বাচন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জে ২ প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, উদ্ধার আগ্নেয়াস্ত্র

আপডেট সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

নোয়াখালী প্রতিনিধি:

 

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর পর পরই ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

 

শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে ইউনিয়নের চৌধুরী বাজারে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী (আনারস) ও নজরুল ইসলাম শাহীন চৌধুরীর (মোটর সাইকেল) সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাঈদ মিয়া, মোমেন মিয়া, মাহফুজুর রহমান ও ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. তানভীরের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। অভিযানের টের পেয়ে উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে ৭নম্বর ওয়ার্ডের (সোনাগাজী সড়ক সংলগ্ন) মাঈন উদ্দিনের দোকানের পেছনে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা ব্যাগে রক্ষিত কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করা হয়।

 

ওসি আরও বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার করার লক্ষে কোনো পক্ষের হয়ে সোনাগাজী থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা মুছাপুরে এসেছে। পুলিশের অভিযানের টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেছে সন্ত্রাসীরা। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং-১৭০৭। এ বিষয় তদন্ত অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপে অনুষ্ঠিত হবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলার ৭নং মুছাপুরসহ আট ইউনিয়নের নির্বাচন ।