কুতুবদিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপডেট সময় : ০৯:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ২৯০২ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে কুতুবদিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পলিত হয়।
৮মার্চ (মঙ্গলবার) সকাল ১০.০০ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কুতুবদিয়া উপজেলায় একটি র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরের জামান চৌধুরী।
আলোচনা সভায় ইউএনও বলেন, নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে। নারীরা যাতে পুরুষের সাথে সমান তালে সর্বক্ষেত্রে এগিয়ে আসতে পারে সে ব্যাপারে পুরুষকে সহযোগিতা করার আহ্বান জানান। নারী যাতে সম্পত্তিতে ন্যায্য অধিকার পায় সে ব্যাপারে নারী-পুরুষ উভয়কে এগিয়ে আসতে বলেন।
কেয়ার বাংলাদেশের ফিল্ড অফিসার আলাউদ্দিন হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির এলাকা ব্যবস্থাপক অসীম বিশ্বাস প্রমুখ।
আলোচনা শেষে নারীর অগ্রযাত্রায় সাহসী ভূমিকা রাখার জন্য ব্র্যাকের পক্ষ হতে পল্লী সমাজের দুইজন সভা প্রধানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পল্লী সমাজ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ প্রতিনিধি, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ প্রায় ৩ শতাধিক নারী, পুরুষ।