জাল পেতে উদ্ধার হলো বৃদ্ধের লাশ
- আপডেট সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকালে জেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল ১২ নম্বর স্লুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক (৮০) উপজেলার গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে ।
আরো পড়ুন: এলাকায় আধিপত্য বিস্তার, কিশোরকে কুপিয়ে হত্যা, মারধরে আরেকজনের মৃত্যু
স্থানীয়রা জানায়, আব্দুল মালেক ছোটবেলা থেকে থেকে সাঁতার জানেন না। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গরুর ঘাস কাটতে নিজ বাড়ি সংলগ্ন গাংচিল খালে যান। পরবর্তীতে জুমার নামাজের সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্বজনেরা গাংচিল খাল ও ছোট ফেনী নদী সংলগ্ন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এরপরও আব্দুল মালেকের কোনো খোঁজ না পাওয়ায় তিনি জোয়ারের পানিতে ডুবে গেছেন ধারণা করে স্থানীয়রা গাংচিল ১২ নং স্লুইচগেটে জাল পাতেন। পরবর্তীতে ভাটার সময়ে শনিবার ভোররাতের দিকে আব্দুল মালেকের লাশ স্লুইচগেটে পাতানো জালে আটকা পড়ে।
আরো পড়ুন: গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।









