সংবাদ শিরোনাম ::
অবশেষে রিলিজ হল অজি’র হিপহপ গান “ডার্টি ঢাকা”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ২১৫৪ বার পড়া হয়েছে
এনকে বার্তা বিনোদন:
অবশেষে প্রকাশ পেল হিপহপ গানের উঠতি তারকা অজি’র গান “ডার্টি ঢাকা”। ডাবল বেজ প্রডাকশন থেকে রিলিজ হওয়া, দ্য বিস্টবাজ প্রয়োজিত গানটিতে কন্ঠ দিয়েছেন সময়ের অন্যতম হিপহপ গায়ক অজি। গানটি যৌথভাবে লিখেছেন অজি, ভিএক্সএল এবং নিজাম রাব্বি।
ডার্টি ঢাকা গানটি সম্পর্কে কতৃপক্ষ বলেন গানটি ঢাকা শহরের এক দৈনন্দিন গল্প নিয়ে তৈরী। গানটির লেখায় এই শহরের অন্ধকার গলি এবং কোলাহলপূর্ণ রাস্তা, প্রাত্যহিক জীবন এবং কিছু মানুষের এই শহরের প্রতি আকুতির কথা বলা হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন অভি রহমান। গানটির ভিডিওতে রয়েছে যথেষ্ট নতুনত্ব এবং নির্মানশৈল্প। গানটি ইউটিউবে অজি দ্যা র্যাপার চ্যানেলে অবমুক্ত হয়েছে এবং ইতিমধ্যেই গানটি তরুনদের মাঝে সাড়া ফেলছে।