কলকাতার ডেরায় লিটনের আগেই জেসন রয়
- আপডেট সময় : ০৯:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৩৬০৫ বার পড়া হয়েছে
এনকে বার্তা আন্তর্জাতিক:
কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছিল, সাকিব আল হাসানকে খেলাতে সর্বোচ্চ চেষ্টা করেছিল কলকাতা নাইট রাইডার্স। এ লক্ষ্যে তারা বিসিবিকে দুটি প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে টাইগার ক্রিকেট বোর্ড সাড়া না দেওয়ার অভিযোগ তাদের। এরই মধ্যে আইপিএলের পুরো আসরে সাকিব-লিটনকে না পাওয়ার শঙ্কায় তাদের নাম প্রত্যাহারের অনুরোধ জানায় দলটি। সেই আহবানে সাকিব সাড়া দিয়েছেন। তবে লিটন সেই সুযোগ হারাতে চান না।
জাতীয় দলের সিরিজ শেষ হওয়ায় শিগগিরই তিনি কলকাতায় উড়াল দেওয়ার কথা রয়েছে। তবে তার আগেই ফ্র্যাঞ্চাইজি দলটির ডেরায় পৌঁছে গেছেন ইংলিশ ব্যাটার জেসন রয়।
এদিকে, আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং লিটনের মতো ওপেনার থাকা সত্ত্বেও রয়কে নেওয়ায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কা লিটনের সুযোগ পাওয়া নিয়ে। জেসন রয় ওপেনিংয়ে খেলে থাকেন, একইসঙ্গে ফর্মে আছেন গুরবাজও। সে প্রেক্ষিতে লিটনের সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে!
ইতোমধ্যে কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন রয়। ফ্র্যাঞ্জাইজিটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তার যোগদানের খবরটি নিশ্চিত করা হয়েছে। সেখানে তাকে অভ্যর্থনা জানিয়ে লেখা হয়, ‘আপনারা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন, আমরা জানি। স্বাগতম, রয়’দা।’
মূলত শ্রেয়ার আয়ারের ইনজুরি এবং সাকিব সরে দাঁড়ানোর পর ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়কে দলে ভেড়ায় কলকাতা। ফ্র্যাঞ্চাইজিটি শুরু থেকেই এমন কাউকে চাইছিল, যাকে সব ম্যাচে পাওয়া যাবে। রয়কে পছন্দ করার ক্ষেত্রে হয়তো তেমন চিন্তাই মাথায় কাজ করেছে কেকেআর কর্তৃপক্ষের। আবার আন্তর্জাতিক ব্যস্ততার কারণে সাকিব-লিটনদের পুরো মৌসুমে পাবে না, সেটি তারা আগেই নিশ্চিত ছিল।
এদিকে, গতকালই আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের। তাদের এই আন্তর্জাতিক বিরতিতে লিটনের বহু অপেক্ষার অবসান ঘটেছে। এর আগে সিরিজ চলমান থাকায় লিটনের আইপিএলে যোগ দিতে বিসিবির অনুমতি মিলছিল না। আজই কলকাতা টিমে যোগ দিতে পারেন তিনি।