কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০ ৪৪৯১ বার পড়া হয়েছে
পেকুয়া, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে মোহান নামের ১১মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (পহেলা সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মোহান ওই এলাকার ড্যাম্পার চালক মাহমুদুল করিমের সন্তান। মোহানের চাচা শাহাদত করিম জানায়, দুপুরে বাড়ির পুকুরে মোহানকে ভাসতে দেখি। তাকে দ্রুত পেকুয়া সরকারী হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মোহানের মা জেসমিন আক্তার জানায়, দুপুরে বাড়িতে স্বামী মাহমুদুল করিমের কাছে মোহনকে রেখে গোসল করতে যাই। বাবার সাথে মোহান খেলছিল। কোন এক সময় হামিগুড়ি দিয়ে সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এর আগে আমার মোহান পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। জানা গেছে, মোহান মাহমুদুল করিমও জেসমিন দম্পতির এক মাত্র ছেলে। একমাত্র ছেলে মোহানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা মা। মোহানের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।