ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ঐশী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২৬২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন বার্তা ডেস্ক:

 

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর আংটিবদল হয়ে গেছে রোববার রাতে। পাত্র আরেফিন জিলানী (সাকিব) এর সঙ্গে ঈদের পর ঐশীর বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।

 

পাত্র আরেফিন জিলানী সাকিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে বর্তমানে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে।

 

ঐশীর মা নাসিমা মান্নান জানান, ঐশী-সাকিবের পরিচয় প্রায় আড়াই বছরের। এত দিন সম্পর্কের গণ্ডি দু’জনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সেটা পারিবারিক মর্যাদা পেল। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রোববার রাতে হয়ে গেল তাদের আংটিবদলের আনুষ্ঠানিকতা।

 

তিনি জানান, ‘ওদের পরিচয় ছিল দুই আড়াই বছরের। দু’জন দু’জনকে পছন্দ করত। পরে পারিবারিক ভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম। সে হিসেবে অনেকটা হুট করেই রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

 

আংটিবদল তো হলো, কবে বাজবে বিয়ের সানাই? জবাবে নাসিমা মান্নান জানান, ঈদের পরে দিন-তারিখ চূড়ান্ত হবে। তখন সবাইকে জানানো হবে।

 

গত বছরের ০২ নভেম্বর রাজধানীর শমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন ঐশী। চাকরির পাশাপাশি গানের জগতেও সমানতালে বিচরণ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। তার গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ ও ‘গাড়ির ম্যাকানিক’ ছিল গত বছরের অন্যতম হিট গান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ঐশী

আপডেট সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

বিনোদন বার্তা ডেস্ক:

 

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর আংটিবদল হয়ে গেছে রোববার রাতে। পাত্র আরেফিন জিলানী (সাকিব) এর সঙ্গে ঈদের পর ঐশীর বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।

 

পাত্র আরেফিন জিলানী সাকিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে বর্তমানে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে।

 

ঐশীর মা নাসিমা মান্নান জানান, ঐশী-সাকিবের পরিচয় প্রায় আড়াই বছরের। এত দিন সম্পর্কের গণ্ডি দু’জনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সেটা পারিবারিক মর্যাদা পেল। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রোববার রাতে হয়ে গেল তাদের আংটিবদলের আনুষ্ঠানিকতা।

 

তিনি জানান, ‘ওদের পরিচয় ছিল দুই আড়াই বছরের। দু’জন দু’জনকে পছন্দ করত। পরে পারিবারিক ভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম। সে হিসেবে অনেকটা হুট করেই রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

 

আংটিবদল তো হলো, কবে বাজবে বিয়ের সানাই? জবাবে নাসিমা মান্নান জানান, ঈদের পরে দিন-তারিখ চূড়ান্ত হবে। তখন সবাইকে জানানো হবে।

 

গত বছরের ০২ নভেম্বর রাজধানীর শমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন ঐশী। চাকরির পাশাপাশি গানের জগতেও সমানতালে বিচরণ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। তার গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ ও ‘গাড়ির ম্যাকানিক’ ছিল গত বছরের অন্যতম হিট গান।