সুবর্ণচরে শাহনাজ মেম্বারের ঈদ বস্ত্র পেল ৩ হাজার পরিবার
- আপডেট সময় : ০৩:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২২৪৪৭ বার পড়া হয়েছে
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী:
মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক সুবর্ণচরের দানবীর আকবর হোসেন শাহনাজ মেম্বার আবারও, গরীব,অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
গরীবের ঈদ আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে নিজ অর্থায়নে তিনি আজ তার বাড়ীতে ৩ হাজার অসহায় পরিবারের মধ্যে ঈদের ঈদ বস্ত্র বিতরণ করেছেন। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯ এপ্রিল (বুধবার) বেলা ১১ টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরবাটা ইউনিয়নের চরমজিদ ৮ নং ওয়ার্ডের মেম্বার বিশিষ্ট দানবীর আকবর হোসেন শাহনাজ প্রতি বছরেরমত তার বাড়ী থেকে স্থানীয় অসহায় মানুষের মাঝে নিজ হাতে ৩ হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন ।
আকবর হোসেন শাহনাজ মেম্বার বলেন, প্রতি বছরেরমত আমি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক ও নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামিলীগ সভাপতি খায়রুন আনম সেলিম, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেলসহ দলীয় নেতা কর্মিদের পরামর্শে মতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ হাজার পরিবারের মধ্যে ঈদের নতুন বস্ত্র বিতরণ করেছি।
ঈদ বস্ত্র হাতে পেয়ে অসহায় পরিবারের সদস্যরা জানান, আজকে তারা ঈদের নতুন বস্ত্র হাতে পেয়ে আনন্দে আত্মহারা। শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি পেয়ে অসহায় পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী, এমপি মহোদয় ও জেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ শাহনাজ মেম্বারকে ধন্যবাদ জানান ।
শাহনাজ মেম্বার আরো জানান, তিনি সব সময় গরীব-অসহায় মানুষের পাশে ছিলেন বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি তার পাশাপাশি করোনার এ সংকট মুহূর্তে সমাজের বিত্তবানদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।
উল্লেখ্য,বিশিষ্ট দানবীর শাহনাজ মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় সার্বিক উন্নয়নে অকাতরে দান করে আসছেন । তার এসব দানকে সব সময় সাধুবাদ ও অভিনন্দন জানিয়ে আসছে বিভিন্ন মহল । আকবর হোসেন শাহনাজ মেম্বারের মত বড় মন নিয়ে আরো অনেকে মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত বলে মনে করেন সচেতন মহল।