সুবর্ণচরে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৬৯০১ বার পড়া হয়েছে
রাশেদুল ইসলাম, সুবর্ণচর:
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের প্রকল্পে নোয়াখালীর সুবর্ণচরে (৫ জুন) রবিবার বিকাল ৩ টায় পশ্চিম চর জুবিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বুলু হাজী বাড়িতে তথ্য আপার বিশেষ উঠান বৈঠকে তথ্য আপা দের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে।
এই সময় গ্রামীণ জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বনায়নের গুরুত্ব ও বাল্যবিবাহ, নারী নির্যাতন সম্পর্কে আলোচনা করা হয়।
অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত তথ্যসেবা কর্মকর্তা খালেদা আক্তারের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, তথ্যসেবা সহকারী উম্মে সালমা মুন, চর জব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, চর জুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু প্রমূখ।