হাতিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।
সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্ব বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালী উল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এমন ওবায়েদ উল্লাহ প্রমুখ।
পরে সাবেক এমপির বাসায় কাঙালিভোজের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে শোকর্যালি , পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়সার খসরু। এদিকে থানা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রক্ত দান ও রক্ত সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৌমেন সাহার নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত দান ও রক্ত সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সৌমেন সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কে এম ওবায়েদ উল্লাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্ প্রমুখ ।
এসময় হাতিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমানের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ২শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।