সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় নদীর পাশে অজ্ঞাত লাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ৩৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর পাড় থেকে (৪৫) অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে চেয়ারম্যানঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন মেঘনার পাড়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি মোরশেদ বাজার পুলিশ ফাঁড়িতে অবগত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যমতে অজ্ঞাত মৃত ওই ব্যক্তি গত কয়েকদিন ধরে চেয়ারম্যানঘাটসহ এলাকার বিভিন্ন স্থানে ঘুরতেন। তার মানুষিক সমস্যা থাকতে পারে। তার শরীরে আঘাতের কোন চিহৃ নেই তাই মৃত্যুটি স্বাভাবিক বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।