রাতে আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৩০ লক্ষ টাকার মাছ নিধন
- আপডেট সময় : ০৮:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
পূর্ব শত্রুতার জের ধরে নোয়াখালীতে বিষ প্রয়োগে ৩০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে ধর্মপুর ইউনিয়নের ইউসুফ মাওলানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে গত (৩০ ডিসেম্বর) সোমবার রাত ৩টার সময় নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর হাজিরহাট বাজারের পাশে অবস্থিত আবদুল মতিনের মাছের প্রজেক্টে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ইউসুফ মাওলানার মেয়ে এবং বাদীর ছোট ভাইয়ের সহিত প্রেমের সম্পর্ক থাকায় দুইজন গত ১২ ডিসেম্বর পালিয়ে গিয়ে বিয়ে করে। মেয়ের এই সম্পর্ক মানতে না পেরে ক্ষিপ্ত হয়ে ছেলের পরিবারের উপর বিভিন্ন ধরনের হুমকি ধমকিসহ নানাভাবে তাদেরকে হয়রানি করে আসছেন। প্রতিশোধ নিতে গিয়ে রবিবার দিবাগত রাত তিনটার সময় ছেলের বাবার প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ গুলো ধ্বংস করে দেন, এতে প্রায় ৩০ লক্ষ টাকার মাছ নষ্ট হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। মাছে বিষ প্রয়োগের বিষয় জানতে চাওয়ায় অভিযুক্ত ব্যক্তি ও আরও বেশ কয়েকজন মিলে আব্দুল মতিন এর পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ক্ষিপ্ত হয়ে আরো বলেন, এই বিষয়ে কাউকে জানালে এবং মামলা করলে সবাইকে বিভিন্ন প্রকার মামলা দিয়ে নিঃস্ব করে দিবেন বলেও হুমকি দেন অভিযুক্তকারীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউসুফ মাওলানা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন।
ঘটনার বিষয়য়ে সুধারাম থানার পরিদর্শক তদন্ত নুর আলম বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনাটি সত্য, তবে কে বা কারা করছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি, আমাদের তদন্ত প্রক্রিয়াধীন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।