নোয়াখালীর ১৩ অবৈধ ইটভাটা বন্ধে অভিযান, জরিমানা আদায় ১১ লক্ষ ৩০ হাজার টাকা
![](http://nkbarta24.com/wp-content/uploads/2024/12/nk-copy.jpg)
- আপডেট সময় : ১০:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে অভিযান পরিচালনা করে মোট ১৩ টি ইটভাটা বন্ধ করা হয়েছে।
এসময় সর্বমোট ১১লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্হানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে হাতিয়া উপজেলায় এস আর পি ব্রিকস, আরএনবি ব্রিকস, এডিএল ব্রিকস নামে ৩টি ইটভাটার চিমনি ও চুলা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং ১লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়াও সুবর্ণচর উপজেলায় তাহেরা ব্রিকস, একে ব্রিকস, আমানত ব্রিকস নামের তিনটি ইটভাটা বন্ধ পূর্বক ৫ লক্ষ টাকা, কবিরহাট উপজেলায় রুনা ব্রিকস, কেএম ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধ পূর্বক ১ লক্ষ টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় রয়েল ব্রিকস, আঁখি ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধ পূর্বক ২ লক্ষ টাকা, বেগমগঞ্জ উপজেলায় হাসান ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধ পূর্বক ৫০ হাজার টাকা এবং সেনবাগ উপজেলায় রাজু ব্রিকস, সোনালী ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধ পূর্বক ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড (জরিমানা) আদায় করা হয়।
মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: ইয়াছিন গণমাধ্যমকে নিশ্চিত করেন।