মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদরাসার জামাতে চাহারুমের বিদায়ী সংবর্ধনা
![](http://nkbarta24.com/wp-content/uploads/2024/12/nk-copy.jpg)
- আপডেট সময় : ১১:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
“বিদায় নাহি দিব হায়, তবু বিদায় দিতে হয়, তবু চলে যায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী কবিরহাট উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদরাসার ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের জামাতে চাহারুম সমাপনী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮ টার সময় মাদরাসা মসজিদে মোহাম্মদিয়া ছাত্র কাফেলার আয়োজনে মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা বেলালা উদ্দিন, ওবায়দুল হক, সাংবাদিক মোঃ আবদুল্যাহ চৌধুরী, আশ্রাফ আলী, ইউনুস মিয়া সেলিমসহ অত্র মাদরাসার শিক্ষক ও এলাকার অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায়ী বক্তব্যে বিদায়ী ছাত্ররা কান্না জড়িত কন্ঠে বলেন, আমরা আজ অনেক দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ আমরা বিদায় নিচ্ছি, আমাদের সকল প্রকার ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে সব সময় আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যেনো একজন বড় আলেম হয়ে এই মাদরাসার শিক্ষক ও এলাকার মান উজ্জ্বল করতে পারি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায় শব্দটি অতি ছোট তিন অক্ষরে নাম তার, কিন্তু এই শব্দের বেদনা কত কঠিন সেটা একমাত্র তিনি বলতে পারবে যেনি বিদায় দেন এবং বিদায় নেন। বিদায় দুই ধরনের হয়ে থাকে একটি হলো চিরদিনের বিদায়, আরেক বিদায় হলো ক্ষনিকের বিদায় যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিদায় দিয়ে থাকি। তেমনি করে আজকের বিদায়টাও হচ্ছে ক্ষনিকের বিদায়। যদিও আজকে একটু কষ্ট হচ্ছে তারপরেও অন্যদিকে আনন্দ লাগছে যে এই মাদরাসা থেকে তোমরা বিদায় নিয়ে আরো বড় আলেম হওয়ার জন্য দেশের সুনাম ধন্য বিভিন্ন মাদরাসাতে লেখা পড়া করে একজন নামি-দামি আলেম হবে এটাই আমরা আসা করছি।