ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন থেকে ৪৮ ঘন্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাগো নিউজ ও খবরের কাগজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে চাটখিল থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মামলা থেকে ওই সাংবাদিকের নাম প্রত্যাহারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা।

 

এসময় বক্তরা বলেন, ইতোমধ্যে জাগো নিউজ ও খবরের কাগজে নোয়াখালীর একাধিক দুর্নীতিবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তারা সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ঘায়েল করার ষঢ়যন্ত্র করেছেন। সর্বশেষ নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ন নিয়ে লেখার কারণে চাটখিল থানার একটি রাজনৈতিক মামলায় তাকে আসামি করে হয়রানি করা হচ্ছে।

 

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে চাটখিল থানার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে পিস্তল, ককটেলসহ দেশীয় অস্ত্র হাতে মিছিল করেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি ৮৪ জনকে আসামি করে শ্রমিকদল নেতা মাসুদ আলম থানায় মামলা করেন। ওই মামলায় সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে।

 

সাংবাদিক ইকবাল হোসেন মজনু জানান, নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ম নিয়ে গত ২১ জানুয়ারি জাগো নিউজে জাল সনদে ১৫ কোটি টাকার কাজ বাগিয়ে নির্মাণে অনিয়ম এবং ২৬ জানুয়ারি খবরের কাগজে ১৫ কোটি টাকার কাজে অনিয়ম শীর্ষক জালিয়াতির সংবাদ প্রকাশ করি। এ নিয়ে গণপূর্ত অধিদপ্তর তদন্ত কমিটিও গঠন করে। সেই অনিয়মে জড়িতরা শ্রমিকদল নেতাকে টাকা দিয়ে হয়রানি করতে পরিকল্পিতভাবে আমাকে ওই মামলায় আসামি করেছে। আমি গত এক বছরেও চাটখিল এলাকায় যাইনি।

 

মানববন্ধনে এখন টিভির প্রতিনিধি নাসিম শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডা. বোরহান উদ্দিন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, ইনকিলাবের জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু, ডেইলী স্টার ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডেইলী পোস্টের প্রতিনিধি শাহাদাৎ বাবু, কবিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক জহির, নাগরিক কমিটির সদস্য তুহিন ইমরান প্রমুখ।

 

এসময় সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দিন ভুইয়া, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, এসএ টিভির প্রতিনিধি আবদুর রহিম বাবুল, সকালের সময়ের প্রতিনিধি মো. সেলিম, কবিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব, দীপ্ত টিভির প্রতিনিধি রিফাত মির্জা, একুশে টিভির প্রতিনিধি আরেফিন শাকিল, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি আবদুল্যাহ চৌধুরী, খবর পত্র প্রতিনিধি মো. হারুন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন থেকে ৪৮ ঘন্টার আলটিমেটাম

আপডেট সময় : ০৭:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

জাগো নিউজ ও খবরের কাগজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে চাটখিল থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মামলা থেকে ওই সাংবাদিকের নাম প্রত্যাহারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা।

 

এসময় বক্তরা বলেন, ইতোমধ্যে জাগো নিউজ ও খবরের কাগজে নোয়াখালীর একাধিক দুর্নীতিবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তারা সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ঘায়েল করার ষঢ়যন্ত্র করেছেন। সর্বশেষ নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ন নিয়ে লেখার কারণে চাটখিল থানার একটি রাজনৈতিক মামলায় তাকে আসামি করে হয়রানি করা হচ্ছে।

 

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে চাটখিল থানার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে পিস্তল, ককটেলসহ দেশীয় অস্ত্র হাতে মিছিল করেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি ৮৪ জনকে আসামি করে শ্রমিকদল নেতা মাসুদ আলম থানায় মামলা করেন। ওই মামলায় সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে।

 

সাংবাদিক ইকবাল হোসেন মজনু জানান, নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ম নিয়ে গত ২১ জানুয়ারি জাগো নিউজে জাল সনদে ১৫ কোটি টাকার কাজ বাগিয়ে নির্মাণে অনিয়ম এবং ২৬ জানুয়ারি খবরের কাগজে ১৫ কোটি টাকার কাজে অনিয়ম শীর্ষক জালিয়াতির সংবাদ প্রকাশ করি। এ নিয়ে গণপূর্ত অধিদপ্তর তদন্ত কমিটিও গঠন করে। সেই অনিয়মে জড়িতরা শ্রমিকদল নেতাকে টাকা দিয়ে হয়রানি করতে পরিকল্পিতভাবে আমাকে ওই মামলায় আসামি করেছে। আমি গত এক বছরেও চাটখিল এলাকায় যাইনি।

 

মানববন্ধনে এখন টিভির প্রতিনিধি নাসিম শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডা. বোরহান উদ্দিন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, ইনকিলাবের জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু, ডেইলী স্টার ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডেইলী পোস্টের প্রতিনিধি শাহাদাৎ বাবু, কবিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক জহির, নাগরিক কমিটির সদস্য তুহিন ইমরান প্রমুখ।

 

এসময় সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দিন ভুইয়া, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, এসএ টিভির প্রতিনিধি আবদুর রহিম বাবুল, সকালের সময়ের প্রতিনিধি মো. সেলিম, কবিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব, দীপ্ত টিভির প্রতিনিধি রিফাত মির্জা, একুশে টিভির প্রতিনিধি আরেফিন শাকিল, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি আবদুল্যাহ চৌধুরী, খবর পত্র প্রতিনিধি মো. হারুন উপস্থিত ছিলেন।