কবিরহাটের একমাত্র বিনোদন কেন্দ্র শিরিন গার্ডেনে হামলার অভিযোগ, পুলিশসহ আহত ৭

- আপডেট সময় : ০৩:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাট উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র শিরিন গার্ডেন হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশসহ ৭জন আহত হয়েছে। নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে এই বিনোদন কেন্দ্রের দর্শনার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
আরো পড়ুন: সুধারামে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মীদের বিরুদ্ধে
গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মধ্য সুন্দলপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত দুজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
আরো পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির
বিনোদন কেন্দ্রের মালিক সিদ্দিকী নাছির উদ্দিন জানান, প্রতি বছর ঈদের সময় স্থানীয় একটি কিশোর গ্যাং গ্রুপ এই বিনোদন কেন্দ্রে এসে হাঙ্গামা করে দর্শনার্থীদের ইভটিজিং, মুঠোফোন ও টাকা ছিনতাই করে। প্রতি বছরের ন্যায় গতকাল বুধবার সন্ধ্যার দিকে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য পৃথক পৃথক ভাবে বিনোদন কেন্দ্রে প্রবেশ করে উশৃঙ্খল আচরণ শুরু করে। একপর্যায়ে বিনোদন কেন্দ্রে থাকা কর্মচারী ও পুলিশ তাদের বের করে দেয়। কিছুক্ষণ পরে কিশোর গ্যাংয়ের ২০-৩০জন সদস্য পুনরায় সুসংঘটিত হয়ে বিনোদন কেন্দ্রে এসে প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করে হামলা-ভাংচুর শুরু করে। পরবর্তীতে তারা বিনোদন কেন্দ্রের টিকিট কাউন্টারের ক্যাশে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় এক পুলিশ তাদের প্রতিহত করতে এসে আহত হয়। বিষয়টি সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। আমি অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।
আরো পড়ুন: জুলাই-আগস্ট আন্দোলনে দৃষ্টি হারানো আমজাদ পেলো তারেক জিয়ার ঈদ উপহার
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। ইতিমধ্যে হামলার ২/৩টি ভিডিও ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। বিনোদন কেন্দ্রের মালিক ভয়ে কারো নাম উল্লেখ করে কথা বলতে রাজি হয়নি।
আরো পড়ুন: ভাড়াটিয়ার দোকানে তালা, অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালতে মামলা
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন বলেন, হামলার বিষয়টি আমি শুনেছি। তবে এর বেশি কিছু আমার জানা নেই।
আরো পড়ুন: নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় স্কুল ছাত্র খুন: রহস্য উদঘাটন করল পুলিশ
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন পুলিশ সদস্য তেমন আহত হয়নি।