নোয়াখালী কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েসনের ঈদ পুনর্মিলনী
- আপডেট সময় : ০৭:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ৪০২ বার পড়া হয়েছে
নোয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েসনের উদ্যোগে সোমবার সকালে অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবার্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন: দীর্ঘ ১৮ বছর পর ভোট দেয়ার জন্য আগ্রহী মানুষ-বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফখরুল
অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাসে বর্নাঢ্য র্যালী বের করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েসনের সভাপতি আবদুল কাদের জনির সভাপতিত্বে ও ওসমান হায়দার চিশতি এবং হামিদা কবির সেপুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজের প্রাক উল্যাহ, প্রফেসার বেলায়েত হোসেন, প্রফেসার আমানত হোসেন দিদার, সহযোগী অধ্যাপক রাকিবুল আহসান কবির, সহযোগী অধ্যাপক সাইফুল আজিম, প্রথম ব্যাচের কামরুজ্জামান হাফিজ, রকি উদ্দিন রিপন, ভিপি আলা উদ্দিন, রায়হানা পারভীন লুনা, সোনাইমুড়ী সরকারি কলেজের আইসিটি শিক্ষক মাসুদ হায়দার চৌধুরী, ইঞ্জিনিয়ার স্বয়ম্ভু নাথ শাহা, অ্যাসোসিয়েসনের সেক্রেটারি মহিব উল্যাহ ভুট্টুসহ প্রথম থেকে ৩১ তম ব্যাচের ১জন করে শিক্ষার্থী।
আরো পড়ুন: পশুরহাটে স্ট্রোক করে কৃষকের মৃত্যু
অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকদের পরিবারের মাঝে মরোনত্তর সন্মাননা স্মারক ও উপহার এবং উপস্থিত শিক্ষকদের সন্মাননা স্মারক প্রদান করা হয়।









