প্রয়োজন অনুসারে চলবে ভার্চুয়াল আদালত: সংসদে বিল পাস
- আপডেট সময় : ০৫:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০ ৪১৮ বার পড়া হয়েছে
প্রতিবেদক:
কোভিড-১৯ মহামারির মতো যেকোনো দুর্যোগকালীন ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিধান রেখে জাতীয় সংসদে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ পাস হয়েছে। বিলের বিধান অনুযায়ী প্রয়োজনের তাগিদে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালত পরিচালনা করা যাবে। এর অধীনে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ বা যুক্তিতর্ক গ্রহণ এবং আদেশ প্রদান করা যাবে।
আজ বুধবার সংসদে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সদস্যরা। তবে তাঁদের সে প্রস্তাব কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
পাস হওয়া বিলে ভার্চুয়াল উপস্থিতির সংজ্ঞায় বলা হয়েছে, অডিও-ভিডিও বা অনুরূপ অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তির আদালতে বিচার বিভাগীয় কার্যধারায় উপস্থিত থাকা ও অংশগ্রহণ ভার্চুয়াল উপস্থিতি বলে গণ্য হবে।
বিলে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনের তাগিদে এই আইন প্রয়োগ করা যাবে। সে ক্ষেত্রে কোনো মহামারি হলে, জরুরি প্রয়োজন দেখা দিলে বা নিরাপত্তার প্রশ্ন উঠলে উচ্চ আদালত আইনের ওই বিধান প্রয়োগ করবেন।
এর আগে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ২৬ মার্চ সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে আদালতেও ছুটি ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ সাধারণ ছুটির মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল আদালতের বিচারকাজ চালাতে আইন সংশোধনের পর গত ১১ মে সীমিত পরিসরে ভার্চুয়াল শুনানি শুরু হয় সারা দেশের আদালতগুলোতে।