সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ ডেনমার্ক প্রবাসীর

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ৬৮১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনাকালীন দুর্যোগে ডেনমার্ক প্রবাসী মো.নুর উদ্দিন’র পক্ষ থেকে ৫০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার মুছারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুর কটেজ প্রাঙ্গণে এ ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আ’লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। আরও উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন, মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম খান মাখন প্রমূখ।
উল্লেখ্য, এর আগেও করোনাকালীন দুর্যোগের শুরুতে প্রবাসী নুর উদ্দিন’র পক্ষ থেকে ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে ১৭ কেজি করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।