সংবাদ শিরোনাম ::
সোনাইমুড়ীতে ফেন্সিডিলসহ আটক ১

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ ৮৫২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেন্সিডিলসহ মো. রাসেল (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত, মাদক ব্যবসায়ী সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাদির চৌধুরী বাড়ির মো. শফিক উল্লার ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সোনাইমুড়ী পৌরসভার বগাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।