সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল, নোয়াখালী, নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, সেনবাগ, সোনাইমুড়ি, হাতিয়া
নোয়াখালীতে নতুন করোনা আক্রান্ত আরও ৩৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০ ২৬৪৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩৯৪ জন, মৃত্যু হয়েছে ৮০ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৯৬৩ জন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় আট জন, সূবর্ণচর তিন, বেগমগঞ্জ তিন ,সোনাইমুড়ী তিন, চাটখিলে এক ,সেনবাগ দুই, কোম্পানীগঞ্জ আট ও কবিরহাট পাঁচ জন।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। এদের মধ্যে ২৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক হাজার ৩৫১ জন।