সুবর্ণচরে হত্যা মামলার আসামিসহ আটক ৩
- আপডেট সময় : ০৮:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০ ১২৬০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিসহ ৩জনকে আটক করেছে চরজব্বার থানা পুলিশ।
আটককৃত জয়নাল আবেদীন ওরফে ভুলু সর্দার চরজব্বার ইউপির পশ্চিম চর জব্বার গ্রামের মৃত আহসান উল্যাহ’র ছেলে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে আটককৃত আসামিদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সে ভোলার তজমুদ্দিন থানার ২০০৭ সালের স্পীকার বাহিনীর চার সদস্যকে পিটিয়ে হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তিনি আরো জানান, এছাড়াও পৃথক মামলার পরোয়ানাভুক্ত আরো দুই আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।