কোম্পানীগঞ্জে গৃহবধূকে জিম্মি করে ধর্ষণের হুমকি, স্বর্ণালংকার লুট
- আপডেট সময় : ০৯:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০ ২৬৭৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে প্রবাসী স্ত্রীর গলায় ছুরি ধরে হত্যা ও ধর্ষনের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা মুঠোফোন লুট করে নিয়ে যায়। এর আগে ১মাসের মধ্যে আরও ৩টি দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চর ৩নং ওয়ার্ডে চৌধুরী ডাক্তারের বাড়ীর দুবাই প্রবাসী মিন্টু মিয়ার ঘরে এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল চৌধুরী ডাক্তারের বাড়ীর দুবাই প্রবাসী মিন্টু মিয়ার বসত ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা আরমান হোসেন (১৬) ও তার মার হাত পা বেঁধে ও তার গলায় ছুরি ধরে ডাকাতি করে। এসময় ডাকাত দল তার মাকে চিৎকার দিলে শ্লীলতাহানি ও তার ভাইকে গলা কেটে হত্যার হুমকি দেয়। এরপর ডাকাত দল ঘরের স্টীলের আলমারী ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা এবং ২টি বিদেশী মোবাইল ফোন নিয়ে যায়। ৪-৫ দিন পর তারা আবারও এই বাড়ীতে আসার হুমকি দিয়ে যায় ডাকাত দল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রবাসীর বাড়ীতে ডাকাতি নয় একটি চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।