সংবাদ শিরোনাম ::
সোনাইমুড়ীতে গাঁজাসহ ২ গৃহবধূ আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০ ৪০৮৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে তিন কেজি গাঁজাসহ দুই গৃহবধূকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের বাগপাতরা এলাকার রুহুল আমিন নগরের বাকের ভূঞা বাড়ির বদু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৪৩) এবং একই বাড়ির সফি মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪০)।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাইমুড়ী বাজারের প্রবেশ পথে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ ওই দুই নারীকে আটক করা হয়।
তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।