সুধারামে বখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা
- আপডেট সময় : ১০:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০ ৫৫৫৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলায় বখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে শিল্পী আক্তার (১৩) নামের এক সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী আত্মহত্যা করছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনায় নিহতের মা কোহিনুর বেগম বাদী হয়ে বখাটে সোলেমানসহ ৪ জনের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতে প্রেমিক ভাবে শাকিল আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেয়।
এর আগে, রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খলিফারহাট এলাকার রামহরি তালুক গ্রামে এ ঘটনা ঘটে। ওই স্কুল ছাত্রী একই এলাকার জসিম উদ্দিন’র মেয়ে।
খবরটি নিশ্চিত করেছেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া। পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া আরও বলেন, একই গ্রামের শাকিলের সাথে স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। ঘটনার দিন রোববার রাত সাড়ে আটটায় বাড়ির উঠানে প্রেমিকের সাথে কথা বলতে থাকে।
এক পর্যায়ে স্থানীয় বখাটে সোলেমান’র নেতৃত্বে ৪জন যুবক ওই স্কুল ছাত্রীকে নানা রকম অপবাদ দিয়ে অপমান করে। এক পর্যায়ে ওই ছাত্রী নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে শাকিলকে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করেন তিনি।