সংবাদ শিরোনাম ::
আহত রিকশাচালকের পাশে নোয়াখালী পুলিশ সুপার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ ১০৫১৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াাখালীতে সড়ক দূর্ঘটনায় আহত রিকশা চালকের পাশে দাড়িঁয়েছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেন। ওই ব্যক্তির শারীরিক অবস্থার খবর নিয়ে তাকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তিনি।
শুক্রবার সকালে সরজমিনে গিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের রিকশা চালক আবুল খায়েরের হাতে নগদ ২০হাজার টাকা তুলে দেন পুলিশ সুপার।
জানা গেছে, গত এক বছর আগে ট্রাক চাপায় আহত হন আবুল খায়ের। এসময় ক্ষতিগ্রস্থ হয় তার একমাত্র উপার্জনক্ষম রিকশাটি। এরপর থেকে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মানবতর জীবন কাটাচ্ছেন তিনি।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, আমরা জেলা পুলিশ সবসময় সামাজিক কাজের পাশাপাশি মানবিক কাজ করে থাকি। আর অসচ্ছল মানুষদের পাশে দাঁড়াতে পারলে নিজেদের অনেক বেশি ভাগ্যবান মনে করি।