সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে সভাপতি-সম্পাদকসহ বিএনপির ১২নেতার বিরুদ্ধে মামলা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ ৩৮২০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপনসহ ১২ নেতার বিরুদ্ধে ভাঙচুর, লুটের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন মেট্রো হোম্স এর চেয়ারম্যান, বিএনপি নেতা ও শিল্পপতি ফখরুল ইসলাম ফারুক।
রবিবার দুপুরে ফখরুল ইসলামের বাসভবনের কেয়ারটেকার মো শাহদাত হোসেন বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ ও ৩০-৪০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর নুরনবী সবুজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানছুরুল হক বাবর, উপজেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি শামসুদ্দিন হায়দার, সরকারী মুজিব কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ সাইফুল্লাহ, ছাত্রদল নেতা আবদুল্লাহ সোহান, সালা উদ্দিন সুমন, নাজিম উদ্দিন হৃদয়, জাকের হোসেন সুমন, সাইফুল ইসলাম ও মোঃ অনিক।
এদিকে একইদিন সরকারী মুজিব কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ সাইফুল্লাহ’র ওপর হামলা ও কুপিয়ে আহত করার ঘটনায় মেট্রো হোম্স এর চেয়ারম্যান, বিএনপি নেতা ও শিল্পপতি ফখরুল ইসলাম ফারুককে প্রধান আসামী করে ১৬ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে থানায় অভিযোগ দিয়েছে ছাত্রদল নেতা খালেদ সাইফুল্লাহ।
এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী মুঠোফোনে জানান, ফখরুল ইসলাম ফারুকের করা মামলায় আমরা সকলে আদালত থেকে মঙ্গলবার জামিনে এসেছি। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ছাত্রদল নেতা খালেদ সাইফুল্লার ওপর হামলার ঘটনায় তার অভিযোগটি পুলিশ রেকর্ড করেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গত শনিবার মেট্রো হোমস্ এর চেয়ারম্যান, বিএনপি নেতা শিল্পপতি ফখরুল ইসলাম ফারুকের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা রেকর্ড হয়েছে (মামলা নং-১২)। এখন পর্যন্ত এঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে গ্রেফতারের জন্য অভিযান চলছে।