সংবাদ শিরোনাম ::
শেরপুরের নালিতাবাড়ীতে ৯ টি ড্রেজার মেশিন ধ্বংস
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০ ৩৯০৪ বার পড়া হয়েছে
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ৩ অক্টোবর শনিবার বেলা ১২ টা থেকে পুলিশ ও আনসার ব্যাটেলিয়ানের সহযোগিতায় টাস্কপোর্স অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ৯টি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন।
জানা গেছে, উপজেলার নিজপাড়া গ্রামে ২টি, কালাকুমা এলাকায় ২টি, বুরুঙ্গা ব্রীজ সংলগ্ন ৫টি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় কালাকুমা এলাকায় একটি ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী কালাকুমা এলাকায় ২জন মেশিন মালিকের নামে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ তাদের আটক করার চেষ্টা অব্যাহত রেখেছেন।