কোম্পানীগঞ্জে বৃদ্ধ পিতাকে মারধর করল শিক্ষক ছেলে
- আপডেট সময় : ১০:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০ ২৫২৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে (৬৫) বছর বয়সী বৃদ্ধ পিতাকে মারধর করেছে শিক্ষক ছেলে।
অভিযুক্ত আবদুর রহীম (৩৬) উপজেলার রামপুর ইউনিয়নের আল মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
রোববার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনায় কোন প্রতিকার না পেয়ে ক্ষুব্দ এলাকাবাসী অভিযুক্ত ছেলের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
এর আগে, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকার আবুল কাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত ১০টার দিকে ভুক্তভোগি পিতা এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় বৃদ্ধ পিতা গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, ওই বৃদ্ধ তার স্ত্রীর সাথে প্রায় খারাফ ব্যবহার এবং মারধর করত। এর জের ধরে শিক্ষক ছেলে তার পিতার সাথে অনাকাঙ্খিত এ আচরণ করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।