হাতিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৬:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ ৫২১৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে অভিযান চালিয়ে মো: হাসান প্রকাশ ইমন (২০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ১২৬পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কালিরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসান উপজেলার সোনাদিয়া ইউনিয়নের সোনাদিয়া গ্রামের মেহেরাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বিসিজি স্টেশান হাতিয়ার স্টেশন অফিসার লে. বিশ্বজিৎ বড়ুয়ার নেতৃত্বে কালিরচর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এসময় ইয়াবা বিক্রির জন্য বহন করে নিয়ে যাওয়ার সময় মাদক কারবারি হাসানকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১২৬পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লে. বিশ্বজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যহত রয়েছে।