সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ৫৩৫২ বার পড়া হয়েছে
প্রতিবেদক, হিলি, (হাকিমপুর) দিনাজপুর:
দিনাজপুরের হাকিমপুর, হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করছে পুলিশ।
গতকাল রবিবার রাত ১১ টায় পৌর সদরের দক্ষিন বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৌর শহরের বিজিবি ক্যাম্পপট্টি এলাকার মৃত: মন্টু মিয়ার ছেলে হারুন অর রশিদ হারুনের বাড়িতে তল্লাশী চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হারুন অর রশিদ হারুন পালিয়ে যায়। পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।