সংবাদ শিরোনাম ::
হতিয়ায় ইয়াবাসহ চার মামলার আসামী গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ৪৫৩৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে অভিযান চালিয়ে মো. রাজিব (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে এবং সে একজন মাদক কারবারি বলেও জানিয়েছে কোস্টগার্ড।
শনিবার ভোরে ৭নং ওয়ার্ড জুটখালি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব ওই গ্রামের ইয়াছিনের ছেলে।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশান অফিসার লে. বিশ্বজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুটখালি গ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহিৃত মাদক কারবারি রাজিবকে ৭৭পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। একটি মাদক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ২০১৮সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারেও ছিল রাজিব।