দিনাজপুরের হিলিতে ১৩শ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী আটক

- আপডেট সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ১৯৩৭ বার পড়া হয়েছে
প্রতিবেদক, হিলি, দিনাজপুর:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ১৩শ বোতল ফেন্সিডিলহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২০ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে এস আই বেলাল, এস আই মোস্তাফিজুর, এস আই আরমান আলী ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকায় মাদকবিরোধী অফিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২৫) ও উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৪)।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।