সংবাদ শিরোনাম ::
সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ২৬৭০ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় তামান্না তাবাচ্ছুম মম (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী – কাশ্মীরবাজার সড়কের মালে বাড়ির সামনে এঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী – কাশ্মীরবাজার সড়কের মালে বাড়ির সামনে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার যাত্রী তামান্না তাবাচ্ছুম মম গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তামান্না তাবাচ্ছুম মম সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের পাণ্ডব বাড়ির জসিম উদ্দিনের কন্যা।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।